তাফসীরে ওসমানী ১ম খণ্ড

তাফসীরে ওসমানী ১ম খণ্ড
 "তাফসীরে ওসমানী" একটি উর্দু ভাষায় রচিত নির্ভরযোগ্য ও প্রামাণ্য তাফসীর গ্রন্থ, যা শায়খুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি ও শায়খুল ইসলাম মাওলানা শাব্বির আহমেদ উসমানী কর্তৃক প্রণীত। এর ১ম খণ্ড, যা মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি শুরু করেছিলেন এবং তার মৃত্যুর পর মাওলানা শাব্বির আহমেদ উসমানী সম্পন্ন করেন, বিশেষভাবে উল্লেখযোগ্য।

Post a Comment

0 Comments

Close Menu