"তাফসীরে ওসমানী" একটি উর্দু ভাষায় রচিত নির্ভরযোগ্য ও প্রামাণ্য তাফসীর গ্রন্থ, যা শায়খুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি ও শায়খুল ইসলাম মাওলানা শাব্বির আহমেদ উসমানী কর্তৃক প্রণীত। এর ১ম খণ্ড, যা মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি শুরু করেছিলেন এবং তার মৃত্যুর পর মাওলানা শাব্বির আহমেদ উসমানী সম্পন্ন করেন, বিশেষভাবে উল্লেখযোগ্য।
0 Comments