আযকারে মাসনূনাহ ইমাম ইবনে কাইয়েম

 আযকারে মাসনূনাহ
ইমাম ইবনে কাইয়েম

إِنَّ اللهَ لا يَنَامُ وَلَا يَنْبَغِي لَهُ أَنْ يُنَامَ يَخْفِضُ القسط وَيَرْفَعُهُ يُرْفَعُ إِلَيْهِ عَمَلُ اللَّيْلِ قَبْلَ النَّهَارِ وَعَمَلُ النَّهَارِ قَبْلَ اللَّيْلِ .

“আল্লাহ ঘুমান না। ঘুমানো তাঁর মর্যাদার পরিপন্থী। তিনি কাজকর্মের পাল্লা উঁচু ও নিচু করে থাকেন। রাতের- কাজসমূহ দিন শুরু হওয়ার পূর্বেই তাঁর কাছে পেশ করা হয় এবং দিনের কাজসমূহ রাত আসার পূর্বেই তাঁর সামনে পেশ করা হয়ে থাকে ।”

নবী (সা)-এর বাণী

Post a Comment

0 Comments

Close Menu