ভূমিকাসকল প্রশংসা কেবলমাত্র আল্লাহরছলাত ও সালাম অবতীর্ণ হোক প্রিয় নবী মুহাম্মদ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি এবং তার পরিবারবর্গ, সহচরবৃন্দ ও কিয়ামত পর্যন্ত সকল অনুসারীদের প্রতি ।
অতঃপর, মুনাজাত বা ছলাতের পর সম্মিলিত দু'আর বিষয়টি নিয়ে আমাদের দেশসহ ভারতবর্ষে বেশ কিছু বছর যাবৎ খুব তোলপাড় চলছে, এমন কি এ বিষয়ে অনেক বাহাছ মুনাযারাহও হচ্ছে।
এ বিষয়ের পক্ষে ও বিপক্ষে বিভিন্ন ধরনের বই পুস্তক ও লিফলেট লিখে বিতরণ করা হচ্ছে।
এ বিষয়ে ঝড়া ফাসাদ এমন কি মারপিট হয়ে যাচ্ছে এবং মসজিদ ও জামাআত 'ভাগাভাগি হয়ে যাচ্ছে।
এ বিষয়ে উভয় পক্ষের কম বেশী বাড়াবাড়ি দেখা যায়। কেউ বলছে, ছলাতের পর সহ সর্বাবস্থায় সম্মিলিত ভাবে দু'আ করা যাবে। আবার কেউ বলছে ইসতিসকা ব্যতীত কোথাও সম্মিলিতভাবে কিংবা একাকীভাবে হাত উঠিয়ে দু'আ করা যাবে না। মূলতঃ উভয় পক্ষই প্রকৃত হক্ক পেতে ব্যর্থ হয়েছেন। হক রয়েছে উভয় দলের মাঝামাঝিতে । ছলাতের পর সম্মিলিতভাবে হাত উঠিয়ে ইমাম মুক্তাদির দু'আ করা ; এটি নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর যুগে ছিল না, এমনকি ছহাবী তাবেঈদের যুগেও এর ছহীহ ছনদভিত্তিক কোন প্রমাণ মিলে না। কিন্তু ছলাতের পর ব্যতীত বিভিন্ন সময় ও অবস্থায় হাত উঠিয়ে বা না উঠিয়ে শর্ত সাপেক্ষে সম্মিলিতভাবে দু'আ করা নযীর সালাফদের থেকে পাওয়া যায়। এ ধরনের শর্তাবলী এবং সময় ও অবস্থার ব্যাখ্যা বিষদভাবে করা হয়েছে। বই এর প্রথমে সংক্ষিপ্তভাবে আলোচ্য বিষয়ের মুল বক্তব্য তুলে ধরছি অতঃপর এ বিষয়ে হক বুঝার ব্যাপারে অন্তরায় সৃষ্টিকারী সংশয় এবং যুক্তি ও দলীল প্রমাণের ইলমী খণ্ডন করেছি। আশাকরি যে ব্যক্তি নিরপেক্ষ ও স্বচ্ছ বিবেক নিয়ে বইখানা পড়বে সে বিতর্কিত বিষয়ে হক পেয়ে যাবে; ইনশাআল্লাহ। হক উদ্ঘাটনের চেষ্টায় কোন ত্রুটি করিনি এর পরও মানব প্রকৃতির দাবী অনুযায়ী কিছু ত্রুটি-বিচ্যুতি থাকা স্বাভাবিক। ইলমী গবেষণায় কোন ত্রুটি-বিচ্যুতি ধরা পড়লে দলীল প্রমাণ সহ সংশোধনী পাঠানোর সাদর আহ্বান রইল। আল্লাহ এই পুস্তকের মাধ্যমে মুসলিম জনগণ ও আলিম উলামাদের উপকৃত করুন-আমীনঃ এবং একে আমার নাযাতের অসীলাহ হিসেবে কবূল করুন-আমীনঃ
বিনীত
লেখক
লেখক

0 Comments