পবিত্র আল-কোরআন
পবিত্র কোরআন শরীফ হযরত মুহাম্মদ (সাঃ) এর উপর নযিল হয়। এ আসমানী কিতাবটি খ্রিষ্টাব্দ ৬১০ সাল থেকে ৬৩৩ সাল পর্যন্ত নাযিল হয়। এ কিতাবটি দীর্ঘ ২২ বছর ৫ মাস ব্যাপী নাযিল হয়। এই কিতাবটি নযিল হওয়ার দিনক্ষণ জানা যায়। তা হল রমজান মাসের ২১ তারিখ সোমবার রাতে আর স্থানটি হল মক্কার অদূরে হেরা পর্বতের গুহায়। এই কিতাবটি আরবী ভাষায় নাযিল হয়।
0 Comments