মহীহ দুআ ঝাড়ফুঁক ও ষিকর

 মহীহ দুআ

ঝাড়ফুঁক ও ষিকর

বই পড়ার প্রয়োজনীয়তা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। তবে কী পড়তে হবে তা নিয়ে অধিকাংশ পাঠকই উদাসীন। পেটের দায়ে যে বিদ্যার্জন হয় সেটা দিয়ে উদরপূর্তি হলেও মনের আত্মরক্ষার জন্য ভিন্ন কিছু দরকার। সস্তা মানের গল্প পড়ে মনের বাসন হয়তো-বা মেটে, আত্মার অপমৃত্যু রোধ করতে কি তা যথেষ্ট?

এই প্রশ্ন থেকেই একটি নতুন স্বপ্ন বুনেছি আমরা। স্বপ্নটির নাম দিয়েছি 'ওয়াফি পাবলিকেশন। কেবল মনোরাজ্যের তুষ্টির জন্য নয়, বুদ্ধিবৃত্তিকে জাগ্রত করতে আমরা কাজ করতে চাই। অন্ধকার মনের প্রচ্ছন্ন শক্তিকে উন্মোচন, করে সত্যিকারের স্বশিক্ষিত জাতি হিসেবে নিজেদের উপস্থাপন করতে চাই। ফিতনার ঘোর অন্ধকারে আলো জ্বেলে, দিতে চাই। পথিককে জ্ঞানের পথ দেখিয়ে দিতে চাই। আমাদের এই পথ চলায় আপনিও হোন আমাদের সাথি.....

Post a Comment

0 Comments

Close Menu