দারসে হাদীস ১ম খণ্ড

দারসে হাদীস 
[প্রথম খণ্ড]

বইটি লেখা এবং প্রকাশের ক্ষেত্রে যে সমস্ত হীতাকাংখী ভাই ও বোনেরা উৎসাহ, পরামর্শ এবং অর্থ দিয়ে সহযোগীতা করেছেন তাদের কাছে আমি চির কৃতজ্ঞ। এজন্য আল্লাহপাকের কাছে তাদের জন্য উত্তম প্রতিদান কামনা করছি। লেখা ও ছাপার ক্ষেত্রে ভুল-ত্রুটি থাকা স্বাভাবিক। এজন্য যদি কোনো সুহৃদয় ব্যক্তির দৃষ্টিতে ভুল-ত্রুটি ধরা পড়ে তাহলে আমাকে সরাসরি অথবা পত্রের মাধ্যমে অবহিত করার আহবান জানাচ্ছি এবং পরবর্তীতে তা সংশোধন করার চেষ্টা করবো ইন্‌শাআল্লাহ্।

পরিশেষে মহান আল্লাহ্ পাকের কাছে আমার আরজি, হে আল্লাহ্ তাবারাক ওয়া তাআলা ! তোমার রাসূলের হাদীসের ব্যাখ্যা এবং শিক্ষা তুলে ধরতে যেয়ে যদি আমার অজান্তে কোন ভুল-ত্রুটি ও বারাবাড়ি হয়ে যার তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও। আর আমার এই ক্ষুদ্র প্রচেষ্টাকে সাদকায়ে জারিয়া হিসাবে কবুল করে আখেরাতে আদালতে নাজাত দান করিও। আমীন!


মুহাম্মাদ আবদুল মতিন 

সহকারী অধ্যাপক 

ইসলামিক স্টাডিজ বিভাগ 

দৌলতপুর কলেজ (দিবা-নৈশ), খুলনা।

Post a Comment

0 Comments

Close Menu